গোষ্ঠী সংঘর্ষের জেরে কারফিউ জারি হলো নেপালের ছোট শহর নেপালগঞ্জে। ভারত সীমান্ত লাগোয়া এই শহরে সংঘর্ষে আহত অন্তত ২২।
নেপালের সংবাদমাধ্যম জানাচ্ছে যে সংঘর্ষে আহত হয়েছে ৫ সুরক্ষাকর্মীও। উত্তর প্রদেশ সীমান্ত লাগোয়া এই শহর বাঁকে জেলায়। জেলা মুখ্য আধিকারিক বিপিন আচার্য জানিয়েছেন কারফিউতে আটকে পড়লে বাড়ির এলাকায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে প্রশাসন। দ্রুত সর্বদলীয় সভাও করা হবে।
যমুনাহা পুলিশ বিটের সুপারিন্টেন্ডেন্ট বাহাদুর বিস্টা জানিয়েছেন ভারত থেকে অন্তত দেড় হাজার নেপালি পৌঁছেছেন। শিমলা, দিল্লির মতো এলাকা থেকে পৌঁছাচ্ছেন নেপালি অনেকেই।
প্রশাসন নাগরিকদের আবেদন জানিয়েছে সোশাল মিডিয়ায় এমন কিছু পোস্ট না করতে যা থেকে উত্তেজনা ছড়ায়।
Comments :0