DYFI

সাক্ষীদের ওপর নির্যাতনের প্রতিবাদ কলকাতায়

কলকাতা

DYFI কলকাতায় ডিওয়াইএফআই’র মিছিল।

পদকজয়ী ক্রীড়াবিদদের নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ দেখালো ডিওয়াইএফআই।  সোমবার মৌলালি মোড়ে হয় বিক্ষোভ এবং মিছিল। সাক্ষী মালিক, বজরঙ পুনিয়েদের মাটিতে ফেলে নির্যাতন চালায় দিল্লি পুলিশ। 

বিক্ষোভসভার সভাপতিত্ব করেন সংগঠনের কলকাতা জেলার সহ সভাপতি ওয়াজেদ হোসেন। বক্তব্য রাখেন সোহম মুখোপাধ্যায় এবং কমরেড শ্রীজিব গোস্বামী।

যৌন নির্যাতনে দায়ী জাতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি এবং বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের গ্রেপ্তারির দাবি জানানো হয়।   

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন