DENGUE PROTEST

ডেঙ্গু: বিক্ষোভ বেহালায়

কলকাতা

য়েহালায় ১৩ নম্বর বরোর সামনে বিক্ষোভ।

ডেঙ্গুতে আক্রান্ত সমানে বেড়েই চলেছে। কলকাতা পৌরসভার উধ্যোগ প্রয়োজনের তুলনায় সামান্য। পৌর প্রশাসনের তৎপরতার দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন জনস্বাস্থ্য ও নাগরিক আন্দোলনের কর্মীরা। বৃহস্পতিবার বিক্ষোভ হয়েছে বেহালায় কলকাতা কর্পোরেশনের ১৩ নম্বর বরো দপ্তরের সামনে। 

সচেতনতামূলক প্রচারও চালাচ্ছেন জনস্বাস্থ্য ও নাগরিক আন্দোলনের কর্মীরা। সারা রাজ্যেই ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বাড়ছে। রাজ্য প্রশাসন আক্রান্ত বা মৃতের সংখ্যাই জানাচ্ছে না। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের ক্ষোভ, তথ্য আড়াল করলে এবং তথ্য বিশ্লেষণ না করলে রোগ ঠেকানো যায় না। বরং মোকাবিলা করা কঠিন হয়। 

বেসরকারি হিসেবে রাজ্যে ডেঙ্গুতে মৃতের সংখ্যা ষাটের বেশি। রাজ্যের হিসেবে তার প্রতিফলন নেই। মাত্র ৩ জনের মৃত্যু স্বীকার করেছে রাজ্য।

Comments :0

Login to leave a comment