লক্ষী পুজোর দিন বেলা প্রায় সোয়া বারোটা নাগাদ ধুপগুড়ি পৌরসভার থানা রোড সংলগ্ন দুধহাটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুনের লেলিহান শিখায় ভস্মীভূত তিনটি দোকান। এদিন দুপুরে লক্ষ্মী পুজার বাজার জমজমাট ছিল। তার মাঝেই আচমকা প্রথমে একটি জুতোর দোকানে আগুন লাগে এবং পরবর্তীতে পার্শ্ববর্তী দুটি দোকানও আগুন লেগে যায়। ঘটনাস্থলে তড়িঘড়ি ধুপগুড়ি থানা পুলিশ ও দমকলের দুটি বড় ইঞ্জিন এনে প্রায় দেড় ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে দোকানের শর্ট সার্কিটের কারণেই আগুন লাগতে পারে। আগুন লাগার সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পর্যন্ত বলা যাচ্ছে না। ঘটনায় চাঞ্চল্য গোটা বাজার চত্বরে। ঘটনা স্থল থেকে থানা মাত্র পাঁচশ মিটার দূরে।
Dhupguri Fire
ধুপগুড়িতে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই তিনটি দোকান
×
Comments :0