বিশ্বনাথ সিংহঃ রায়গঞ্জ
বিজেপি থেকে তৃণমূল যাওয়া দল বদলে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর বাড়িতে ইডির হানা। বুধবার সকালে ইডি হানা দেয় রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর বাড়িতে। এদিন সকাল ৯ টা ৫ মিনিট নাগাদ হটাৎ কেন্দীয় বাহিনী রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর বাড়িতে পৌঁছে যায়। ৪ টে গাড়ি নিয়ে বিধায়কের বাড়িতে ইডি'র আধিকারীকরা ঢুকতেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। মোহন বাটি এলাকায় মানুষের ভীড় জমে যায়। প্রথমে বিধায়কের মোবাইল ফোন নিয়ে নেন ইডি'র আধিকারিকরা। তারপর শুরু হয় তল্লাশি। প্রবেশ নিষেধ সাংবাদিকদের এমনকি পরিবারের সদস্যদেরও।
জানা গেছে একই সময়ে বিধায়কের বানিজ্যিক প্রতিষ্ঠানেও পৌছেছে ইডি আধিকারীকরা। এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনী নিয়ে ইডির আধিকারিকরা কল্যাণীর বাড়ি, তাঁর বিভিন্ন ফ্যাক্টরি ও ব্যবসায়ী প্রতিষ্ঠানে তল্লাশি চালাচ্ছে। যাতে বাড়ির সামনে বিধায়কের অফিস সেখানে কোনো জমায়েত না হয় আগে ভাগেই ঘিরে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।
এই মুহূর্তে বিধায়ক কৃষ্ণ কল্যানী বাড়িতেই রয়েছেন।
বিধায়কের আত্মীয় ১৮ নং ওয়ার্ডের কো-অর্ডিনেটর প্রদীপ কল্যাণী জানালেন, ‘বুধবার সকাল থেকে ৩০-৩৫ জনের এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের অফিসার বিধায়কের বাড়ি সহ বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে ইডি হানা দিয়েছে। তিনি এটাও জানাল পরিবারের কাউকে ভেতরে ঢুকতে দিচ্ছে না।’
একুশের ভোটে বিজেপির টিকিটে রায়গঞ্জ থেকে জেতেন কৃষ্ণ কল্যাণী। পরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের কথা ঘোষণা করেন তিনি। কিন্তু সরকারিভাবে দলে যোগদানের কোনও ঘোষণা না হলেও তৃণমূলের কর্মসূচিতেই দেখা মেলে তাঁর। বিধায়ক বর্তমানে তিনি বিধানসভার পিএসসির চেয়ারম্যান
পদে রয়েছেন।
Comments :0