শিক্ষক নিয়োগ দুর্নীতি, পৌর নিয়োগ দুর্নীতি, গরু পাচারকান্ড মামলায় একাধিক নেতা-মন্ত্রী, পৌর আধিকারিকদের বাড়িতে ম্যারাথন তল্লাশি চালিয়েছে দুই কেন্দ্রীয় তদক্তকারী সংস্থা সিবিআই ও ইডি। শাসক দলের প্রভাবশালীদের লটারি জয়ের রহস্য উদঘাটনে বৃহস্পতিবার ছাপাখানায় হানা দিল ইডি’র আধিকারিকদের দল। অভিযোগ, মধ্যমগ্রামের এই ছাপাখানাতেই ‘ডিয়ার’ লটারির টিকিট ছাপা হতো।
পাচার এবং চাকরি নিলামের কালো টাকা সাদা করতে এই লটারিকে ব্যবহার করার অভিযোগ রয়েছে তৃণমূলের একাধিক নেতার বিরুদ্ধে। এই কৌশল সামনে আসে বীরভূমে তৃণমূলের নেতা অনুব্রত মন্ডল এবং গোরু পাচারে অভিযুক্ত অন্যদের জেরা করে। পরে লটারির পুরস্কার প্রাপক বা টিকিট বিক্রেতাদের জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য হাতে পাওয়ার দাবি জানায় কেন্দ্রীয় তদন্ত সংস্থা।
বৃহস্পতিবার সকালে মধ্যমগ্রামের সুকান্তনগরে এই নামী ছাপাখানায় হানা দেয় ইডি। মোট ছয়টি গাড়িতে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে ১০-১২ জনের দল হানা দেয়। কারখানার ভেতরে ঢুকে তল্লাশি অভিযান শুরু করেন ইডি’র আধিকারিকরা। কারখানার গেট বন্ধ করে তাঁরা তল্লাশি অভিযান চালান।
ইডির একটি সূত্রে খবর, রাজ্যের শাসক দলের একাধিক নেতার অ্যাকাউন্টে এই লটারি জয়ের পুরস্কারের টাকা ঢুকেছে। এই কোটি কোটি টাকা পাওয়ার পিছনে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে মনে করছেন ইডির আধিকারিকেরা।
কয়লা, গোরু পাচার থেকে নিয়োগ দুর্নীতির তদন্ত এবং অপরাধীদের শাস্তির দাবিতে সরব থেকেছেন বামপন্থীরা। দুর্নীতি বিরোধী আন্দোলনে ‘ডিয়ার’ লটারির নামও উঠেছে। বারবার তৃণমূলে নেতারাই পুরস্কার পান কী করে উঠেছে সে প্রশ্নও। দেখা গেছে বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মন্ডল এই লটারির প্রথম পুরস্কার জিতেছেন। এর ফলে কোটি কোটি টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকেছে।
এদিন শুধু মধ্যমগ্রাম নয়, গোটা রাজ্যের আরও বেশ কিছু জায়গায় এই লটারি সংস্থার সঙ্গে যুক্ত বিভিন্ন রাঘববোয়ালদের বাড়িতেও হানা দেয় ইডি’র আধিকারিকরা।
তবে বামপন্থীদের দাবি বারবার তল্লাশি চালালেও দুর্নীতির কোনও মামলারই কিনারা করছে না কেন্দ্রীয় সংস্থা ইডি বা সিবিআই। অপরাধীদের শাস্তিও হয়নি আদালতে। আদালতেই প্রশ্নের মুখে পড়েছে দুই কেন্দ্রীয় সংস্থা। দিল্লি থেকে কার নির্দেশে ঢিলেমি, সেই প্রশ্নও তুলেছে সিপিআই(এম)। অনুব্রতকে গত মার্চে দিল্লি নিয়ে যাওয়া হয়েছিল। তার এতদিন পর ডিয়ার লটারির ছাপাখানায় তল্লাশি থেকে কী তথ্য পাওয়া গিয়েছে তা এখনও স্পষ্ট নয়।
Comments :0