LPG Prices

২০০ টাকা কমল রান্নার গ্যাসের দাম

জাতীয়

LPG Prices


লোকসভা নির্বাচনের বাকি মাত্র কয়েক মাস। তার আগে, চলতি বছরের শেষে রাজস্থান সহ চার রাজ্যে বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনী মরশুমের আগে নয়া কৌশল কেন্দ্রের বিজেপি সরকারের। প্রতিটি রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ২০০ টাকা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উজ্জ্বলা যোজনার আওতায় যে পরিবার রয়েছেন তাঁদের সিলিন্ডার পিছু ৪০০ টাকা কম দিতে হবে। মন্ত্রীসভার সিদ্ধান্ত,  ১ সেপ্টেম্বর থেকে এই দাম কার্যকর হবে।
মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকে প্রতি বছর ধাপে ধাপে রান্নার গ্যাসের দাম বেড়েই চলেছে। গ্যাসে যে ভর্তুকি ছিল তাও প্রায় উঠে যাওয়ার পথে। ২০১৪ সালে মোদী সরকার ক্ষমতায় আসার বছরে রান্নার গ্যাসের দাম ছিল সিলিন্ডার পিছু ৪১০ টাকা। আজকে সেই গ্যাসের দাম হয়েছে সিলিন্ডার প্রতি ১ হাজার ২৯ টাকা। মোদী জমানায় গ্যাসের দাম বেড়েছে সিলিন্ডারে ৬১৯ টাকা। আগে দু’টি সিলিন্ডার কিনতে যা খরচ হতো এখন তার থেকেও বেশি দামে একটি সিলিন্ডার কিনতে হচ্ছে গ্রাহকদের। নির্বাচনের আগে সেই অবস্থা থেকে নজর ঘোরাতেই গ্যাসের দামে ছাড় দেওয়া হয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের অনুমান।

Comments :0

Login to leave a comment