রাস্তায় পড়ে ছিল মোবাইল ফোনটি। দেখতে পেয়েই সিআইটিইউ নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করেন সহদেব সাহা। এই ভ্যান চালকের থেকে খবর পেয়ে খোঁজা শুরু হয় মোবাইল ফোন কার।
দেখা যায় এক সবজি বিক্রেতা ফোনটি ফেলে গিয়েছেন ইংরেজ বাজার এলাকায়। তাঁকে ফিরিয়েও দেওয়া হয় ফোন। মোবাইল ফোনটি পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন সহদেব সাহাকে। সে সময় ছিলেন সিআইটিইউ নেতৃবৃন্দ।
ভ্যানচালক ইউনিয়নের সম্পাদক অনুপম গুণ সহ অন্যান্যরা। ভ্যানচালক সহদেব সাহার সতর্কতার প্রশংসা করেন সকলেই।
Comments :0