ইনসাফ যাত্রার ৪৭ দিনে বিটি রোডের দু’ধারে জনতার স্রোত বাঁধনহারা হয়ে উঠল।
মঙ্গলবার বারাকপুর, বারাসাত টিটাগর, হয়ে বিটির রোডে আসে পদযাত্রা। খড়দহে পদযাত্রীদের সম্বর্ধনা জানান পূর্বতন বামফ্রন্ট সরকারের অর্থমন্ত্রী এবং অর্থনীতিবিদ অসীম দাশগুপ্ত। বিটি রোড ধরে পদযাত্রা এগিয়ে আসে ইলেক্ট্র স্টিল কারখানার দিকে। শ্রমিকরা সম্বর্ধনা জানান পদযাত্রীদের।
রাজা বিস্কুটের কারখানার সামনে শ্রমিকরা সম্বর্ধনা জানান ইনসাফ যাত্রীদের। পানিহাটি সোদপুর ট্রাফিক মোড়ে সম্বর্ধনা জানানো হয়। এরপর পানিহাটি অঞ্চলের বিভিন্ন জায়গায় বিটি রোডের উপর পদযাত্রীদেরকে সম্বর্ধনা দেওয়া হয়। কামারহাটি মোড়ে পদযাত্রীদেরকে সম্বর্ধনা জানানো হয়। রথতলা মোড়ে সভায় ছিল চোখে পড়ার মতো জমায়েত। ছাত্র যুব মহিলারা জানিয়েছেন সম্বর্ধনা। বরাহনগরে প্রবেশ করার পর ডানলপ মোড়ে পদযাত্রীদের সম্বর্ধনা জানানো হয়। বিরাটি নিমতা হয়ে বারাসাতের দিকে যাচ্ছে পদযাত্রা।
রয়েছেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি, সাধারণ সম্পাদক হিমগ্নরাজ ভট্টাচার্য, রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা, এসএফআই’র সাধারণ সম্পাদক ময়ূখ বিশ্বাস।
ছাত্র-যুব আন্দোলনের প্রাক্তনী পলাশ দাশ, গার্গী চ্যাটার্জি, সোমনাথ ভট্টাচার্য, সায়নদীপ মিত্র, তন্ময় ভট্টাচার্য, দেবজ্যোতি দাস, বিশিষ্ট চিকিৎসক নারায়ণ ব্যানার্জি, প্রাক্তন বিধায়ক চিকিৎসক কেডি ঘোষ অংশ নেন পদযাত্রায়।
Comments :0