ওয়েস্ট ব্যাংকের জেনিনের মসজিদে বোমা ফেলল ইজরায়েল। এই মসজিদ থেকে গোপন
সন্ত্রাসবাদী পরিকল্পনা হতো বলে অভিযোগ তুলে রবিবার বসত এলাকায় ফেলা হয়েছে বোমা।
ইজরায়েলের সেনা মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি বলেছেন, "সব নাগরিককে অনুরোধ করছি আমাদের চিহ্নিত নিরাপদ স্থানে চলে যেতে অমাবর্ষণ চলবে। ক্ষয়ক্ষতি নাগরিক জীবনের ক্ষয়ক্ষতি কম হোক আমরা চাইছি।"
শনিবারও বোমা বর্ষণ চালিয়েছে ইসরাইল। আন্তর্জাতিক চাপের কারণে ত্রাণ সরবরাহের সাময়িক অনুমতি দিলেও বোমাবর্ষণ থামায়নি।
রবিবার প্যালেস্তাইন বলেছে যে ১৬ দিনের যুদ্ধে ৪ হাজার ৩৯৫ প্যালেস্তিনীয়ের মৃত্যু হয়েছে। ইজরায়েলে ৭ অক্টোবর হামলায় তাদের ১৪০০ নাগরিক নিহত বলে জানিয়েছে। তারপর থেকে চলছে বোমা ফেলে গাজা শহর গুঁড়িয়ে দেওয়ার অভিযান।
যুদ্ধ বিশেষজ্ঞরা মনে করছেন যে কোনও সময় গাজার মাটির দখল নিতে নামবে ইজরায়েল। তাদের সেনা আইডিএফ আকাশ থেকে লিফলেট ফেলছে গাজায়। আইডিএফ'র লিফলেটে বলা হয়েছে, "ঘরবাড়ি ছেড়ে দক্ষিণে সরে না গেলে ধরা হবে আপনি সন্ত্রাসবাদীদের সহযোগী।"
Comments :0