Rain North India

ভাসছে উত্তর ভারত, পরপর তিনদিন বন্ধ অমরনাথ যাত্রা

জাতীয়

প্রবল বর্ষণে ভাসছে উত্তর ভারত। শনিবার রেকর্ড বর্ষণ হয়েছে দিল্লিতে। আবহাওয়া দপ্তর জানিয়েছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে চলবে বর্ষণ।

রাজস্থানে বৃষ্টির জেরে মারা গিয়েছেন চারজন। দিল্লিতে এক মহিলার মৃত্যু হয়েছে। 

শনিবার দিল্লিতে চল্লিশ বছরে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে একদিনে। হিমাচল প্রদেশে কুলুর ওপর দিয়ে যাওয়া জাতীয় সড়কের কিছু অংশ ভেসে গিয়েছে। এখানে বিপদসীমার ওপরে বইছে বিতস্তা। হিমাচলে সাত জেলায় সতর্কতা জারি হয়েছে। এর মধ্যেই হড়পা বান এবং ধস নেমেছে বিভিন্ন এলাকায়।

রাজস্থানে মোট ১৪ জেলায় সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। তার মধ্যে রয়েছে রাজসমন্দ, পালি, আজমের, আলওয়ার। 

বৃষ্টির জেরে টানা তিনদিন বন্ধ রয়েছো অমরনাথ যাত্রা। প্রায় তিন হাজার গাড়ি দাঁড়িয়ে শ্রীনগর-জম্মু হাইওয়েতে।  

বর্ষণ চলছে পাঞ্জাব এবং হরিয়ানাতেও। 

 

Comments :0

Login to leave a comment