হ্যাঙঝৌয়ে এশিয়ান প্যারা গেমসে ১১১টি পদক জয় করেছেন ভারতীয় প্যারা অ্যাথলিটরা। ২৯টি সোনা, ৩১টি রুপো এবং ৫১টি ব্রোঞ্জ পেয়েছে ভারত।
বিশেষভাবে সক্ষমদের এশিয়া স্তরের এই প্রতিযোগিতায় পদকতালিকায় পাঁচ নম্বরে রয়েছে ভারত। চীন (৫১২), ইরান (১৩১), জাপান (১৫০), কোরিয়া (১০৩) রয়েছে আগে। কোরিয়ার সোনা ও রুপো বেশি হওয়ায় পদক ক্রমতালিকায় এগিয়ে।
ভারতের প্যারা অলিম্পিক কমিটির সভাপতি দীপা মালিক বলেছেন, নতুন ইতিহাস তৈরি করলাম আমরা। তবে এই সাফল্যে বিস্মিত নই।
Comments :0