বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার হাজার খানেক বাড়ল দেশের করোনা আক্রান্তের সংখ্যা। একদিনে ৯ শতাংশ বাড়ল দৈনিক সংক্রমণ। বৃহস্পতিবার দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১০ হাজার ১৫৮ জন। শুক্রবার তা বেড়ে হল ১১ হাজার ১০৯ জন। দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা এইমুহূর্তে ৪৯ হাজার ৬২২ জন।
এদিন সকাল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, দেশের পজিটিভিটি রেট বেড়ে হয়েছে সাড়ে ৪ শতাংশের কাছাকাছি। সাপ্তাহিক পজিটিভিটি রেট ৪ শতাংশ পেরিয়ে গেছে। দৈনিক সংক্রমণের হার ৪.৪২ শতাংশ। বর্তমানে আক্রান্ত রোগীর সংখ্যা মোট আক্রান্তের ০.১ শতাংশ।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট বলছে, করোনা সংক্রমণ সংক্রান্ত কারণে দেশে একদিনে মৃত্যু হয়েছে ২৯ জনের। মৃত্যুর হার ১.১৯ শতাংশ। দেশে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ৩১ হাজার ৬৪ জন। সুস্থতার হার ৯৮.৭০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২ লক্ষ ২৯ হাজার ৯৫৮ জনের।
সাপ্তাহিক পজিটিভিটি রেট বেড়ে ৪ শতাংশ পেরিয়েছে। দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৪৯ হাজার ৬২২ জন।
Comments :0