এশিয়ান গেমসে হকিতে সোনা জিতল ভারত। ফাইনালে জাপানকে ৫-১ গোলে হারালো ভারতীয় পুরুষ দল। এবারের এশিয়ান গেমসে হকিতে অপরাজেয় থেকেছে ভারত।
ফাইনালে গোল করেছেন মনপ্রিত সিং, হরমনপ্রীত সিং, অভিষেক এবং রহিদাস অমিত। এদিন জয়ের সঙ্গে ২০২৪-এ প্যারিস অলিম্পিক্সে যাওয়ার ছাড়পত্র জোগার করে ফেলল ভারতীয় দল।
লিগ ম্যাচেও জাপানকে হারিয়েছিল ভারত। পুল-এ ম্যাচে ৪-২ গোলে জয়ী হয়েছিল ভারত। হ্যাঙঝৌয়ের জিএসপি স্টেডিয়ামে আধিপত্য বজায় রেখে ফের জয়ী হলো ভারত। প্রথমার্ধে জাপান লড়াই দিলেও দ্বিতীয়ার্ধে চাপ বাড়িয়ে নেন হরমনপ্রীতরা।
খেলার ১৪ মিনিটে হরমনপ্রীত সুযোগ পেয়েও হাতছাড়া করেন। পেনাল্টি কর্নার থেকে তাঁর শট রুখে দেয় জাপান।
ভারতীয় দলের সদস্যরা হলেন, কৃষাণ বাহাদুর পাঠক, জরমনপ্রীত সিং, অধিনায়ক হরমনপ্রীত সিং, সুমিত, অমিত রোহিদাস, মনপ্রীত সিং, হার্দিক সিং, শামসের সিং, অভিষেক, গুর্জন্ত সিং, মনদীপ সিং।
Comments :0