Manipur situation

জনরোষের কারণে ১২ জন আটক ব্যক্তিকে ছাড়তে বাধ্য হল ভারতীয় সেনা

জাতীয়

গণ-বিক্ষোভের মুখে পড়ে মণিপুরে আটক হওয়া ১২ জন মিতেইকে ছাড়তে বাধ্য হলো ভারতীয় সেনা।
মনিপুরে হিংসা ছড়ানোর অভিযোগে মিতেই জনগোষ্ঠীর ১২ জনকে আটক করে ভারতীয় সেনা। শনিবার রাতে তাদের আটক করা হলে ১২০০ থেকে ১৫০০ মিতেই জনগোষ্ঠীর মানুষ তাদের মুক্তির দাবিতে সেনাদের ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে।
পুরুষ, মহিলা, শিশু নির্বিশেষে বহু মানুষ এই বিক্ষোভে অংশ নেন বলে ভারতীয় সেনার পক্ষ থেকে জানানো হয়েছে। একটি বিবৃতিতে ভারতীয় সেনা জানিয়েছে যে বারবার সতর্ক করা হলেও জনরোষকে কোন ভাবে আওতায় আনা যায়নি। তাই পরিস্থিতি বিচার করে তারা আটক ওই ব্যক্তিদের ছাড়তে বাধ্য হয়।
এক সেনা আধিকারিক সংবাদ মাধ্যমে জানিয়েছেন, "পরিস্থিতির কথা মাথায় রেখে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ভারতীয় সেনা দায়িত্বপ্রাপ্ত আধিকারীকে নির্দেশ দেওয়া হয়েছিল যাতে সময় উপযুক্ত পদক্ষেপ নেওয়া হয়। তার সাথে ভারতীয় সেনার মানবিক দিকটি যেন ফুটে ওঠে সেই বিষয়ে নজর দেওয়ার কথা বলা হয়।"

Comments :0

Login to leave a comment