অনিন্দ্য হাজরা
ইনসাফ যাত্রীদের অপেক্ষায় সেজে উঠেছে যাদবপুর ৮-বি বাস স্ট্যান্ড। এখানেই হবে সমাপন সমাবেশ। আহ্বান জানানো হয়েছে ৭’র ব্রিগেড সমাবেশ সফল করার।
শুক্রবার যাদবপুরে লেনিন মূর্তির সামনে মঞ্চ বাঁধা হয়েছে। শুরু হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। যুব নেতৃত্ব জানাচ্ছেন, মাত্র ২ কিলোমিটার দূরে রয়েছে ইনসাফ যাত্রীরা।
পৌঁছেছেন অভিনেতা সব্যসাচী চক্রবর্তী, নাট্যকার সৌরভ পালোধীর মতো বিশিষ্টরা।
যাদবপুরের মঞ্চে গানে সপ্তক সানাই দাস। বিকল্প সংস্কৃতির এক খণ্ডচিত্র। এই মুহূর্তে যাদবপুর এইট-বি চত্ত্বর অপেক্ষায় ইনসাফ যাত্রার। মুহুর্মূহ ফোনাফোনি চলছে। মিছিল যত এইটবি'র দিকে এগিয়ে আসছে, ততই যেন উচ্ছ্বাস বাধ ভাঙছে।
যাদবপুর লেনিন মূর্তির সামনের অটোস্ট্যান্ড কিছুটা পিছিয়ে গিয়েছে। স্থানীয় যুব কর্মীরা বলছেন, অটোচালকরা পূর্ণ সহযোগিতা করেছেন। করেছেন আর্থিক সাহায্যও।
টর্চের ফ্ল্যাশ জ্বলে উঠছে ৮-বি বাসস্ট্যান্ডের সামনে। জনতা নেমে এসেছে রাস্তায়। গড়িয়া-গড়িয়াহাটগামী ফ্ল্যাঙ্কে গাড়ি চলাচল বন্ধ। মূল মিছিলের 'ভ্যানগার্ডে' থাকা বাইকগুলি ঢুকতে শুরু করেছে।
যাদবপুরে ঢুকছে ইনসাফ যাত্রা। আনুমানিক ১০ হাজার মানুষের মিছিল এখানে।
Comments :0