ফের খবরের শিরোনামে উত্তর দিনাজপুরের ইসলামপুর।
এক যুবককে কুপিয়ে খুনের অভিযোগ। মৃতের নাম অভিজিৎ তরফদার। ছেলেকে বাঁচাতে গিয়ে জখম হয়েছেন মা। ঘটনায় মৃতের স্ত্রী ও স্ত্রীর দুই বান্ধবীকে আটক করেছে পুলিশ।
সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে ইসলামপুর শহরের নেতাজি পল্লী এলাকায়। ঘটনায় আহত মৃত অভিজিৎ তরফদারের মা প্রতিমা তরফদারের অভিযোগ, দুষ্কৃতীরা ঘরে ঢুকে ধরলো অস্ত্র দিয়ে ছেলের গলার নলি কেটে চম্পট দেয়।
বাড়ির তিনটে দরজা খুলে কিভাবে দুষ্কৃতীরা ভেতরে প্রবেশ করলো সেই বিষয়ে কিছু বুঝতে পারছেন না। তাঁর বক্তব্য ঘরের চাবি যেখানে রাখা থাকতো সেখানেই আছে। এই খুনের ঘটনায় তিনি তার ছেলের স্ত্রীকে সন্দেহ করছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মৃতদেহটি ময়না তদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। ঘটনায় মৃতের স্ত্রী ও স্ত্রীর দুই বান্ধবীকে আটক করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Comments :0