খাদ্য ভবনে আত্মঘাতী পুলিশকর্মী। খাদ্য ভবনের ভেতরে নিজের সার্ভিস রিভলবার থেকে গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন তিনি। একটি সূত্রে জানা গেছে
নিহত পুলিশকর্মীর নাম তপন দাস(৫৩)।
সোমবার রাতে নাইট ডিউটি ছিল তাঁর। এদিন রাত আটটা নাগাদ খাদ্য ভবনের ভিতরে রিজার্ভ ফোর্স ব্যারাকে নিজের সার্ভিস রিভলবার দিয়ে নিজের বুকে গুলি চালান তিনি। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাঁর মৃত্যু হয়। জানা গেছে নিহত পুলিশকর্মী হরিণঘাটার বাসিন্দা।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান কলকাতা পুলিশ কমিশনার।
যদিও গুলি চলার বিষয় এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যে গোটা ঘটনাটি খতিয়ে দেখছে লালবাজার পুলিশ।
Comments :0