KRISHAKSABHA PROTEST

ফসল নষ্টে ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ মালদহে

জেলা

ওল্ড মালদহে বিডিও দপ্তরের সামনে বিক্ষোভ।

অসময়ে প্রবল বর্ষণ হয়েছে রাজ্যে। ফসল নষ্ট হয়েছে কৃষকদের। ভেঙ পড়েছে মাটির বাড়ি। অতিবর্ষণে ভেসে গিয়েছে পুকুর। মাছচাষীদের বিরাট ক্ষতি হয়েছে। ক্ষতিপূরণের মতো প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবিতে বৃহস্পতিবার ওল্ড মালদহ ব্লকের বিডিও’কে স্মারকলিপি দিল  কৃষক সভা।

বিডিও দপ্তরের সামনে হয়েছে বিক্ষোভসভাও। কৃষকসভা বলেছে, ফসলের ক্ষতিপূরণ দিতে হবে কৃষকদের। মাছচাষীদেরও ক্ষতিপূরণ দিতে হবে সারাতে হবে ক্ষতিগ্রস্ত রাস্তা ও কালভার্ট। 

বিক্ষোভে প্রশাসনকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে স্মার্ট মিটার চালুর বিরুদ্ধেও। স্থানীয় বেহুলা নদীকে দ্রুত দূষণমুক্ত করার দাবিও জানানো হয়েছে। 

বিক্ষোভসভায় বক্তব্য রাখেন কৃষকসভার ব্লক সম্পাদক গোবিন্দ রাজবংশী, কোষাধ্যক্ষ মানব মন্ডল, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য রবি হালদার, পবিত্র বারুই সহ সহ অন্যান্যরা।

Comments :0

Login to leave a comment