TRAIN ACCIDENT LIVE

রেল দুর্ঘটনা: ভিডিও বালেশ্বর থেকে সরাসরি

রাজ্য

দুমড়ে পড়ে রয়েছে একের পর এক কামরা। সংঘর্ষের তীব্রতায় একটি অন্যটির উপরে উঠে গিয়েছে। শুক্রবার সন্ধ্যায় করমণ্ডল এক্সপ্রেস মালগাড়িতে ধাক্কা দিয়ে বেলাইন হয়ে পড়ে। পাশের লাইনে উলটে পড়ে কামরা। সেই লাইনেই তখন আসছিল যশবন্তপুর-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। 

বালেশ্বরে ঘটনাস্থল থেকে পরিস্থিতি জানাচ্ছেন ‘গণশক্তি’-র সাংবাদিক অপরাজিত বন্দোপাধ্যায়, ক্যামেরায় শ্যামল মজুমদার

Comments :0

Login to leave a comment