MOTORCYCLE RALLY JALPAIGURI

সিপিআই(এম)’র বাইক মিছিল নাগরাকাটায়

রাজ্য জেলা

MOTORCYCLE RALLY JALPAIGURI বাইক মিছিলে মহম্মদ সেলিম।

বাইক মিছিল করে নাগরাকাটায় সিপিআই(এম)’র সভায় যোগ দিলেন পার্টিকর্মীরা। রবিবার জলপাইগুড়ির নাগরাকাটায় লাল ঝাণ্ডা নিয়ে হয়েছে দীর্ঘ বাইক মিছিল। বাইকে চড়েই সভাস্থলে পৌঁছান সেলিম এবং পার্টি নেতৃবৃন্দ। 

এদিনই নাগরাকাটা, ক্রান্তি এবং রাজগঞ্জে পরপর কর্মীসভায় বক্তব্য রাখছেন মহম্মদ সেলিম।

নাগরাকাটায় কর্মীসভা শুরুর আগে আদিবাসী এবং নেপালিদের বিভিন্ন অংশের তরফে নৃত্য পরিবেশিত হয়। 

সভায় সিপিআই(এম) দরদি গোপাল সাউ গণশক্তি তহবিলে ১০ হাজার টাকা এবং পিআরসি তহবিলে ১০ হাজার টাকা দান করেছেন।

Comments :0

Login to leave a comment