স্বামীকে ছেড়ে বোন থাকেন মুসলিম যুবকের সঙ্গে। রাগে বোনের মাথা কেটে ফেলল। দাদা। মধ্য প্রদেশে আগর মালওয়া জেলায় ছেলের কুকীর্তি পুলিশকে জানালেন বাবা। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে।
আগর মালওয়ার পুলিশ জানিয়েছে বৃদ্ধ চান্দের লাল বারোড় থানায় নিজে গিয়ে ভয়ঙ্কর ঘটনা জানান। তরোয়াল দিয়ে তাঁর মেয়ের মাথা কেটে ফেলেছে তার দাদা। পুলিশ দ্রুত বাড়িতে যায়। চারদিকে রক্তের মধ্যে পড়ে ছিল ছাব্বিশ বছরের ওই যুবতীর দেহ। কাছেই পড়ে ছিল তরোয়াল।
পরিবারের সম্ভ্রম রক্ষার নামে নিজের পছন্দে বিয়ে করলে এমন বহু হত্যাকাণ্ড বিভিন্ন সময়ে ঘটেছে। ‘সম্ভ্রম হত্যা’ বলে পরিচিত অপরাধ সামাজিক এবং পারিবারিক সংকীর্ণতাকে বারবার প্রকটও করেছে।
চান্দের লাল পুলিশকে জানিয়েছেন যে তাঁর মেয়ে স্বামীর সঙ্গে থাকতে পারেননি। অন্য এক যুবকের সঙ্গে থাকতেন। তিনি মুসলিম। ভিন্ন ধর্মে এই যোগাযোগ মানেনি দাদা। মেয়ে বাবার সঙ্গে দেখা করতে এসেছিল। তার মধ্যেই এই খুন।
শুক্রবার ময়না তদন্তের পর দেহ তুলে দেওয়া হয়েছে পরিবারের হাতে।
Comments :0