চিটফান্ডের টাকা লুঠ করেছে, ১০০ দিনের কাজের টাকা লুঠ করেছে, আবাস যোজনার টাকা লুঠ করেছে, লুঠ করেছে মিড ডে মিলের টাকা। পয়সা হামারা হক কা, নেহি কিসিকে বাপ কা। শ্রমিক - কৃষকের মানুষের টাকা শুষে যে টাকা তৃণমূল দখল করেছিলো তা মানুষের কাছে পৌঁছে দিতে হবে। বৃহস্পতিবার চন্ডীতলা থানার জঙ্গলপাড়া বাজার পাশ্ববর্তী মাঠে সিপিআই(এম)'র ডাকে চোর লুঠেরা ও দাঙ্গাবাজ হঠাও ও জনগণের পঞ্চায়েত গড়ে তোলার ডাকে চন্ডীতলা থানার জঙ্গলপাড়ায় সিপিআই (এম)'র জনসভায় বক্তব্য রাখতে গিয়ে কথাগুলি বলেন পার্টির রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। চন্ডীতলা ১ , চন্ডীতলা ২ ও ডানকুনি এরিয়া কমিটির যৌথ উদ্যোগে এই জনসভা হয়।
মহম্মদ সেলিম ছাড়া বক্তব্য রাখেন পার্টির রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য ও হুগলি জেলা সম্পাদক দেবব্রত ঘোষ। সভা পরিচালনা করেন পার্টির জেলা সদস্য ভক্তরাম পান। জনসভার মঞ্চে উপস্থিত ছিলেন তিন এরিয়া কমিটির সম্পাদক যথাক্রমে সঞ্জয় ঘোষ, অপূর্ব পাল ও মাণিক সরকার সহ প্রবীণ পার্টি নেতা দিলীপ পান, জগন্নাথ ঘোষ,সুজাতা বিশ্বাস, স্বপন বটব্যাল, অভিজিৎ অধিকারী, সুদীপ সরকার প্রমুখ।
Comments :0