Md Salim at hooghly

লুটের টাকা ফেরাতে হবে তৃণমূলকে জনসভায় সেলিম

রাজ্য

Md Salim at hooghly

চিটফান্ডের টাকা লুঠ করেছে, ১০০ দিনের কাজের টাকা লুঠ করেছে, আবাস যোজনার টাকা লুঠ করেছে, লুঠ করেছে মিড ডে মিলের টাকা। পয়সা হামারা হক কা, নেহি কিসিকে বাপ কা। শ্রমিক - কৃষকের মানুষের টাকা শুষে যে টাকা তৃণমূল দখল করেছিলো তা মানুষের কাছে পৌঁছে দিতে হবে।  বৃহস্পতিবার চন্ডীতলা থানার জঙ্গলপাড়া বাজার পাশ্ববর্তী মাঠে সিপিআই(এম)'র ডাকে চোর লুঠেরা ও দাঙ্গাবাজ হঠাও ও জনগণের পঞ্চায়েত গড়ে তোলার ডাকে চন্ডীতলা থানার জঙ্গলপাড়ায় সিপিআই (এম)'র জনসভায় বক্তব্য রাখতে গিয়ে কথাগুলি বলেন পার্টির রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। চন্ডীতলা ১ , চন্ডীতলা  ২ ও ডানকুনি এরিয়া কমিটির যৌথ উদ্যোগে এই জনসভা হয়।

মহম্মদ সেলিম ছাড়া বক্তব্য রাখেন পার্টির রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য ও হুগলি জেলা সম্পাদক দেবব্রত ঘোষ। সভা পরিচালনা করেন পার্টির জেলা সদস্য ভক্তরাম পান। জনসভার মঞ্চে উপস্থিত ছিলেন তিন এরিয়া কমিটির সম্পাদক যথাক্রমে সঞ্জয় ঘোষ, অপূর্ব পাল ও মাণিক সরকার সহ প্রবীণ পার্টি নেতা দিলীপ পান, জগন্নাথ ঘোষ,সুজাতা বিশ্বাস, স্বপন বটব্যাল, অভিজিৎ অধিকারী, সুদীপ সরকার প্রমুখ।

Comments :0

Login to leave a comment