মুসলিম প্রতিবেশির ছেলের সঙ্গে চলে গিয়েছিল হিন্দু পরিবারের মেয়ে। সেই রাগে প্রতিবেশী দম্পতি আব্বাস এবং কামরুল নিশাকে খুনই করে ফেলল শওকত রামপালের পরিবার।
উত্তর প্রদেশের সীতাপুরের এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে। তবে ঘৃণা ছড়ানোর রাজনীতি সমাজে কত গভীর ক্ষত তৈরি করছে দেখিয়েছে সীতাপুর।
পুলিশের বয়ানে জানানো হয়েছে যে ‘শওকত রামপালের মেয়ে রুবিকে অপহরণ করে আব্বাস ও কামরুলের ছেলে।’ গ্রামবাসীরা জানিয়েছেন যে শওকত এবং রুবির সম্পর্ক প্রেমের। ২০২০’তে রুবিকে নিয়ে পালিয়েছিল তার প্রেমিক। সে তখন নাবালিকা। ফলে প্রেমিকের জেল হয়। ছাড়া পেয়ে কয়েকমাসের মধ্যে ফের রুবিকে নিয়ে পালায় এবং বিয়ে করে। ফের তার জেল হয়।
পুলিশ জানিয়েছে, জেল থেকে ছেলেটি ছাড়া পাওয়ার পরই রামপাল পরিবার বদলা নেওয়ার চেষ্টায় ছিল। শুক্রবার রাতে আব্বাসের বাড়িতে হামলা হয়। দম্পতি ঘটনাস্থলেই নিহত হন। রামপাল পরিবারের তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে।
Comments :0