বোলপুরের নার্সিং হোমে শিশু পাচার চক্রের হদিশ মেলার রেশ কাটতে না কাটতেই ফের এক গ্রামীণ হাসপাতালে এক সদ্যোজাত শিশুর মৃতদেহ উদ্ধার ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য। মুরারই গ্রামীণ হাসপাতালের শৌচাগার থেকে বুধবার সন্ধ্যায় উদ্ধার হয়েছে দেহটি। বোলপুরের নার্সিং হোমে শিশু পাচার করা চক্র পুলিশের জালে সদ্য ধরা পড়ার দিন কয়েকের মধ্যে ফের এক শিশু সন্তানের সরকারি হাসপাতালে দেহ উদ্ধার ঘিরে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। রামপুরহাট জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক শোভন দে জানান, ‘‘মুরারই থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে থানায় নিয়ে গিয়েছে। দেহটির ময়নাতদন্ত করা হবে।’’
এদিন বুধবার সন্ধ্যায় প্রসুতি বিভাগের ভিতরের শৌচাগারের মধ্যে কাপড়ে জড়ানো সদ্যজাত শিশুর দেহ দেখেন স্বাস্থ্য কর্মীরা। তারাই পুলিশকে খবর দেয়। তবে সরকারি হাসপাতালের ভিতর কি করে দেহ উদ্ধার হল তা নিয়ে ধন্দ দেখা দিয়েছে। কেউ কেউ মনে করছেন, বাইরে থেকে কেউ বা কারা দেহটি ফেলে গেছে তবে প্রকৃত ঘটনা খোলসা হয় নি। পুলিশ তদন্ত শুরু করেছে।
New Born Baby
সদ্যোজাতের দেহ উদ্ধার হাসপাতালে
×
Comments :0