RBI

৫০০ টাকার নোট প্রত্যাহার করছে না আরবিআই

জাতীয়

৫০০ টাকা তুলে নিয়ে ১০০০ টাকার নোট চালু করার কোনো পরিকল্পনা নেই জানালো রিজার্ভ ব্যাংক। "আরবিআই ৫০০ টাকার নোট প্রত্যাহার করার, বা ১০০০ টাকার নোট পুনরায় চালু করার কথা ভাবছে না। জনসাধারণকে গুজব না ছড়ানোরর জন্য অনুরোধ করুন," জানান শক্তিকান্ত দাস। 
বাজার থেকে ২০০০ টাকার নোট প্রত্যাহারের পরিপ্রেক্ষিতে আরবিআই গভর্নরের এই মন্তব্য। দাস বলেছেন, প্রচলিত ২০০০ টাকার নোটের ৫০ শতাংশ ফিরে এসেছে। যে নোটগুলি ফেরত এসেছে তার মূল্য ১.৮২ লক্ষ কোটি টাকা।

Comments :0

Login to leave a comment