UP Eve Tease

উত্তরপ্রদেশে ইভটিজারদের দৌরাত্ম্যে স্কুল যাওয়া বন্ধ ছা্ত্রীদের

জাতীয়

আমরোহার হাসানপুর অঞ্চলের একটি বেসরকারি স্কুলে ১৩ থেকে ১৬ বছর বয়সী এক ডজনেরও বেশি ছাত্রীকে কাছের গ্রামের একদল যুবক সমানে হয়রান করছে। স্কুল যাওয়া বন্ধ করেছে ছাত্রীরা। এই ম্রমে স্কুল কর্তৃপক্ষ অভিযোগ জানিয়েছে। তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

স্কুল কর্তৃপক্ষ শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছে। এফআইআর নথিভুক্ত করেছে পুলিশ। মহম্মদ আনাস, বিকাশ কুমার এবং ঋত্বিক কুমার নামে পিপলি গ্রামের তিন যুবককে, ১৬ সেপ্টেম্বর, শনিবার গ্রেপ্তার করা হয়েছে।

অভিযোগকারী বলেছেন যে “অভিযুক্তরা মেয়েদের প্রতি অশালীন মন্তব্য করত। ছাত্রীরা অধ্যক্ষের কাছে অভিযোগ করলে বিষয়গুলি আরও বেড়ে যায়।  উত্যক্তকারীরা আরও বেপরোয়া হয়ে ওঠে। এর ফলে মেয়েরা স্কুলে আসা বন্ধ রাখতে বাধ্য হয়।” আমরোহার এসপি কুঁয়ার অনুপম সিং বলেছেন: ‘‘এখনও পর্যন্ত, কোনও মেয়েই অভিযোগ জানাতে এগিয়ে আসেনি। আমরা তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। মেয়েদের হয়রানির কারণে স্কুলে যাওয়া বন্ধ করে দেওয়ার অভিযোগ এখনও নিশ্চিত করা যায়নি। বিষয়টির পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হচ্ছে।’’

Comments :0

Login to leave a comment