কবিতা
মুক্তধারা
মাস্টার
গৌরী সেনগুপ্ত
১২ সেপ্টেম্বর ২০২৫ / বর্ষ ৩
খুক খুক আর ভুক ভুক কাশিস থেকে থেকে
রোজ রোজ তুই রকের জলে বসিস লেগে থেকে
সেবার তোকে শিরাপ দিলাম খাবার সাথে গুলে
কোনমতে সারলো তো । ফের কাশছিস ল্যাজ তুলে
মা বকছে দূর করে দে বেজায় জ্বালাতন
তাই কি আমি পারি ভুলো তুই যে আপনজন
বাবা বলছে পড়ার সময় ওকে কেন রাখিস
আমি জানি তুইও যদি শিখতে কিছু পারিস
আর হবে না তোকে নিয়ে রকে বসেই কাশ
আদর করে শেখাই যেন কামড়াস না বেঁফাস ।
মন্তব্যসমূহ :0