সিপিআই(এম) পঞ্চায়েত প্রার্থী ও নেতাদের ওপর হঠাৎ সংগঠিত আক্রমণ চালায় তৃণমূলীরা। এতে চারজন আহত হয়। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে কালনা ১ পঞ্চায়েত সমিতির অন্তর্গত কাকুরিয়া গ্রাম পঞ্চায়েতের মেদগাছি বাজারে। টাকপুকুর গ্রামের গ্রাম সভার প্রার্থী দীপঙ্কর সিংহরায় জানান, এদিন সংগঠিত হয়ে বিভিন্ন বুথে দেওয়াল লেখার জন্য চুনকাম করে ফিরছিলাম। মেদগাছি বাজারে আগে থেকেই তৃণমূলের দুষ্কৃতীরা জমায়েত হয়েছিল।আমাদের দেখে লাঠি বাঁশ দিয়ে মারতে শুরু করে। এতে আমরা চারজন আহত হই। তিনি বলেন, দুষ্কৃতীদের মারে নির্মল সিংহরায়ের হাত ভেঙে যায়। মধুপুর ব্লক হাসপাতালে আমাদের চিকিৎসা হয়। মারধর করার সময় ওরা হুমকি দিয়েছে আমরা যেন এলাকায় পঞ্চায়েত নির্বাচনের কাজ না করি।
সিপিআই(এম)’র পূর্ব বর্ধমান জেলা কমিটির অন্যতম সদস্য সুকুল সিকদার জানান, এই ব্যাপারে বুলবুলিতলা পুলিশ ফাঁড়িতে অভিযোগ জানানো হয়েছে। পাশাপাশি নির্বাচন কমিশনকেও মেলে অভিযোগ পাঠানো হয়েছে। হামলার বিরুদ্ধে তীব্র ক্ষোভ ছড়িয়েছে। এই ঘটনার প্রতিবাদ করেন গ্রামের সাধারণ মানুষ।
Comments :0