Winter Purulia

প্রতিদিনই শীতলতমের দিনের রেকর্ড গড়ছে পুরুলিয়া

জেলা

প্রবল শীতে জমে উঠেছে গরম পোশাকের বাজার। ছবি ভাস্কর দাশগুপ্ত।

এ যেন প্রত্যেক দিন নিজের রেকর্ড নিজেই ভাঙ্গা। চলতি মরশুমে প্রায় প্রত্যেকদিনই শীতলতমের দিনের রেকর্ড গড়ছে পুরুলিয়া। জেলা কৃষি দপ্তরের হিসাব অনুযায়ী মঙ্গলবার এ বছরের সবচেয়ে শীতলতম দিন। তাপমাত্রা ৭.২ ডিগ্রি সেন্টিগ্রেড। সোমবার তাপমাত্রা ছিল ৯.৫ ডিগ্রি সেন্টিগ্রেড, রবিবার ছিল ৭. ৮ ডিগ্রী সেন্টিগ্রেড এবং শনিবার ছিল ৯.৫ ডিগ্রি সেন্টিগ্রেড। জেলা জুড়ে বইছে প্রবল ঠান্ডা হাওয়া। তীব্র শীতে জুবুথুবু শহর থেকে গ্রাম। সব জায়গায় সন্ধ্যের পর অধিকাংশ রাস্তাঘাটে একেবারে শুনশান। তীব্র ঠান্ডার হাত থেকে বাঁচতে মানুষ কার্যত গৃহবন্দী।
এই প্রবল ঠান্ডায় সবচেয়ে অসুবিধার সম্মুখীন জেলার বহু প্রান্তিক মানুষ। আবাস যোজনার ঘর না পেয়ে কোনমতে প্লাস্টিক টাঙিয়ে বসবাস করছেন দীর্ঘদিন ধরে। আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা পাননি। অবস্থা খারাপ রাস্তায় ঘুরে বেড়ানো ভবঘুরেদেরও। তীব্র ঠান্ডায় দলবেঁধে আসছেন পর্যটকেরা। পুরুলিয়া জেলার বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিকে এখন পর্যটকদের ভিড়। শীতের হাত থেকে বাঁচতে জমে উঠেছে গরম পোশাকের বাজার। ভোরবেলা রাস্তাঘাট ঘন কুয়াশায় ঢাকা থাকছে। রোদ উঠলেও সে রোদের তীব্রতা অনেক কম। আগামী কয়েক দিন তাপমাত্রা যদি আরো নামার সম্ভাবনা। শীতের সবজির বাজার কিন্তু যথেষ্ট গরম। কাঁচা সবজির দাম ক্রমশ ঊর্ধ্বমুখী।

Comments :0

Login to leave a comment