নিম্নচাপের প্রভাব কাটছে না এখনই। বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি চলতে পারে রাজ্যের বিভিন্ন এলাকায়। সোমবার এই পূর্বাভাস আবহাওয়া বিভাগের। কয়েক জায়গায় বাড়তে পারে বৃষ্টির প্রাবল্য।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বঙ্গোপসাগর লাগোয়া এলাকায় ৪ অক্টোবর পর্যন্ত বৃষ্টির দাপট থাকবে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম এবং মুর্শিদাবাদেও চলবে বৃষ্টি।
গত ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে কলকাতায়, ৪০.৬ মিমি। এরপরই রয়েছে শ্রীনিকেতন, ৩৬ মিমি।
চলতি নিম্নচাপের জেরে লাগাতার বর্ষণে বিভিন্ন এলাকায় কাঁচা ঘর ভেঙে পড়ছে। গত দু’দিনে দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছে ৬ জনের। তার মধ্যে রয়েছে ৪ শিশুও। বাঁকুড়া, পুরুলিয়া এবং বীরভূমে দেওয়াল ধসে মৃত্যু হয়েছে তাঁদের।
আবহাওয়া বিভাগ জানাচ্ছে ৫ অক্টোবর জোরালো বৃষ্টি হবে পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায়। এই পর্বেই ভারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে উত্তরবঙ্গের কালিম্পঙ, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে।
Comments :0