Shalku Soren

কমরেড শালকু সোরেনের শহীদভূম
ভাসল লাল ঝান্ডায়

রাজ্য জেলা

ধরমপুরে মিছিল। ছবি: চিন্ময় কর

লালগড়ের ধরম পুর। আমগাছের তলায় যেখানে কমরেড শালকু সরনের দেহ পড়ে ছিল। তৃণমূল-মাওবাদী জোট শেষকৃত্য পর্যন্ত করতে দেয়নি। সোমবার সেখানেই পালিত হয়েছে মে দিন। উড়েছে লাল ঝান্ডা।

শত শত মানুষ মিছিল সহকারে সামিল হলেন মে দিবস উদযাপনে। লাল ঝান্ডার চেনা ছন্দে জঙ্গল মহল সেজে ওঠার লাল আভায় ভাসল। রুক্ষ্ম মাটিতে রুটি রুজির সমস্যা এখন সংকটে। গরিব মানুষের ঐক্য  ভেঙে দেওয়ার চক্রান্তে শামিল তৃণমূল-বিজেপি। অভিজ্ঞতায় মানুষ বুঝছেন বন্ধু কে। তুলে নিয়েছেন লাল ঝান্ডা।

নবান্ন  আর ছাপ্পান্ন, শাসকের দুই শক্তিকে রুখে দেওয়ার শপথে হয়েছে মিছিল।

Comments :0

Login to leave a comment