Robbery at Senco Gold

পুরুলিয়া ও রাণাঘাটের সেনকো গোল্ডের শোরুমে কোটি কোটি টাকার গয়না লুঠ

রাজ্য

Robbery at Senco Gold


ফের সোনার দোকানে ডাকাতি। মঙ্গলবার দিনে দুপুরে গুলি চালিয়ে দুঃসাহসিক ডাকাতি ঘটল পুরুলিবা ও নদিয়ার রাণাঘাটে। রানাঘাটে সেনকো গোল্ড এর শোরুমে দুষ্কৃতী হানা। বন্দুক দেখিয়ে লুটপাট করা হয় সোনার অলঙ্কার। ঘটনাস্থল থেকে আট জন দুস্কৃতী পালিয়ে যাওয়ার সময় পুলিশের গুলিতে জখম দুই দুষ্কৃতী। পুলিশকে লক্ষ্য করেও গুলি ছুড়তে থাকে দুষ্কৃতীরা। প্রকাশ্য দিবালোকে পুলিশ ও দুকৃতীদের গুলির লড়াই শুরু হয়ে যায়। ধৃত দুই দুষ্কৃতী বর্তমানে রানাঘাট হাসপাতালে ভর্তি। এই ঘটনায় এখনো পর্যন্ত গ্রেপ্তার হয় চার জন। ঘটনাস্থলে পৌঁছেছেন রানাঘাট জেলা পুলিশ সুপার ডক্টর কে কান্নান। যদিও দিনে দুপুরে এই ধরনের ডাকাতির ঘটনায় রীতিমতো আতঙ্কে রানাঘাটের স্থানীয় বাসিন্দারা। ডাকাতির ঘটনার পর থেকে বহু  মানুষের ভিড় সোনার দোকানের সামনে।
এদিন পুরুলিয়া শহরে সেনকো জুয়েলারি শোরুমেও ডাকাতির ঘটনা ঘটে। পুরুলিয়া শহরের নামোপাড়া এলাকায় এই সংস্থার সোনার শোরুমে ডাকাতির ঘটনায় শহর জুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য। এদিন দুপুর দেড়টা নাগাদ মাত্র ২৫ মিনিটের অপারেশনে দুষ্কৃতী দল প্রায় ৮ কোটি টাকার গয়না নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ। ক্রেতা সেজেই তারা দোকানে ঢুকেছিল বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে দুষ্কৃতীদের কয়েকজনের মাথায় হেলমেট ছিল‌। দুষ্কৃতীরা সংখ্যায় ৭ থেকে ৮ জন ছিল। শোরুমের সিকিউরিটি গার্ড ও অন্যান্য কর্মীদের বেঁধে রাখা হয়েছিল। তাদের মোবাইল ব্যবহার করতেও বারণ করা হয়েছিল। তারপরেই শোরুমে থাকা সমস্ত সোনার গয়না ও হীরের সামগ্রী নিয়ে চম্পট দেয়। যাওয়ার আগে সিসিটিভির হার্ডডিক্স দ্বারা নিয়ে যায় বলে শোরুম সূত্রে জানা যায়। প্রায় ৮ কোটি টাকার সামগ্রী লুট করে নিয়ে যায় বলে জানা যায়। ঘটনার খবর পাওয়া মাত্রই অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন) চিন্ময় মিত্তাল সহ উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। দুষ্কৃতীরা ৩/৪ টি মোটরসাইকেলে এসেছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ডাকাতি করার পর তাহারা তারা দু ভাগে ভাগ হয়ে গেছে বলে জানা গিয়েছে। তাদের কথাবার্তা তেও হিন্দির টান ছিল। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
 

Comments :0

Login to leave a comment