RADIO MAHALAYA

মহালয়ার আগে ভিড় রেডিওর দোকানে

জেলা

RADIO MAHALAYA

দীপশুভ্র সান্যাল, জলপাইগুড়ি

মহালয়ার আগে বাড়ছে পুরনো রেডিওর কদর। রেডিও সারাইয়ের দোকানে ভিড়।  বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কন্ঠে মহালয়া শোনার আগ্রহ রয়েছে আজও। কিন্তু কমেছে রেডিওর চল। মহালয়ার দিনটির জন্য সেই পুরনো রেডিও সারিয়ে নিচ্ছেন অনেকেই। 

জলপাইগুড়িতে রেডিও সারাইয়ের দোকান রয়েছে গৌতম দাসের। তিনি বলছেন, ‘‘টেলিভিশন বা মোবাইলের দাপটে রেডিওর চল অনেক কম। কিন্তু মহালয়ার আগে ভিড় বাড়ছে। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহালয়া শোনা বাঙালির নষ্টালজিয়া। তাই এখন রেডিও সারাইয়ের অনেকেই আসছেন আমার দোকানে।’’

রেডিও সারাতে আসছেন এমন অনেকে বলছেন, ‘‘রাতভোরে মহালয়া শুনতে সারা বছর অপেক্ষা করে থাকি। টিভি বা মোবাইলে এখন মহালয়া শোনা বা দেখা গেলেও তা রেডিওর মতো নয়। মহালয়ায় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের দরাজ গলা ও আগমনী গান না শুনলে ঠিক মহালয়া মনে হয় না।’’ 

Comments :0

Login to leave a comment