যাদবপুরেই সমাবেশ হবে।" মঙ্গলবার স্পষ্ট জানিয়ে দিলেন এসএফআই রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য। সোমবার রাতে যাদবপুর থানার পক্ষ থেকে জানানো হয়েছে যে এসএফআই যাদবপুরের ৮বি বাস স্ট্যান্ডের সামনে সভা করতে পারবে না। যাদবপুরের ছাত্র খুনের দোষীদের শাস্তির দাবিতে এবং র্যাগিং মুক্ত ক্যাম্পাস দাবিতে এই সমাবেশ।
এসএফআই রাজ্য সম্পাদক জানিয়েছেন ঢাকুরিয়া এবং যাদবপুর থেকে দুটি মিছিলে ছাত্ররা এই সমাবেশে যোগ দেবেন। তিনি বলেন, "পুলিশ তৃণমূলের কথায় অনুমতি দিল কি দিল না তাতে আমাদের কিছু যায় আসে না। আমরা সমাবেশ করব। স্বপ্ন খুনের বিচার চাই।"
এসএফআইয়ের এই সমাবেশে বক্তা হিসাবে থাকবেন সংগঠনের তিন প্রাক্তন নেতা এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। থাকবেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, পলিট ব্যুরোর সদস্য নীলোৎপল বসু এবং কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী সহ ছাত্র নেতৃবৃন্দ।
Comments :0