SFI Gherao

মৌলানা আজাদে হামলা, থানা ঘিরল এসএফআই

কলকাতা

নিউ মার্কেট থানার সামনে পুলিশের মুখোমুখি এসএফআই কর্মী-নেতারা। মঙ্গলবার ছবি মনোজ আচার্যের।

নিউ মার্কেট থানায় যেতে বাধা দেওয়া হলো এসএফআই কর্মীদের। ২৯ এপ্রিল কলকাতার মৌলানা আজাদ কলেজে হামলার প্রতিবাদে থানা ঘেরাওয়ের ডাক দিয়েছিল এসএফআই। 

এসএফআই বলেছে, ক্যাম্পাসের বাইরের তৃণমূলের দুষ্কৃতীবাহিনীর দখলদারিতে কলেজের পড়াশোনার পরিবেশ নষ্ট হচ্ছে। ছাত্র সংসদ কক্ষে দুষ্কৃতীদের আড্ডা। 

২৯ এপ্রিল এই বহিরাগত দুষ্কৃতীবাহিনীর আক্রমণে আহত হয়েছেন এসএফআই’র নেতা কর্মীরা। ছাত্রীদের শ্লীলতাহানিরও অভিযোগ জানিয়েছে এসএফআই। 

পুলিশের কাছে এসএফআই’র দাবি, ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তৃণমূলের দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে হবে। 

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন