RAJIV SINHA HC SALIM

পঞ্চায়েত লুটেরাদের হাতে তুলে দিয়েছেন কমিশনার: ক্ষোভ সেলিমের

রাজ্য

RAJIV SINHA HC SALIM ছবি সংগ্রহ থেকে।

‘‘লুটেরাদের হাতে পঞ্চায়েত তুলে দেওয়ার দায়িত্ব নিয়েছিলেন রাজীব সিন্‌হা। মুখ্যমন্ত্রী সেই দায়িত্ব দিয়েই তাঁকে রাজ্য নির্বাচন কমিশনার করেছিলেন।’’ 

কলকাতা হাইকোর্টে রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনারের তলব প্রসঙ্গে সংবাদমাধ্যমে এই মন্তব্য করেছেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও কেন্দ্রীয় বাহিনী চাওয়ার সময়সীমা পার করে দিয়েছিল রাজ্য নির্বাচন কমিশন। কেন্দ্রীয় বাহিনী মোতায়েনে তীব্র আপত্তি ছিল তৃণমূলেরও।   

সেলিম বলেছেন, ‘‘মুখ্যমন্ত্রী যে দায়িত্ব দিয়েছিলেন তা পালন করেছেন রাজীব সিন্‌হা। তবে এর আগে বিডিও, এসডিও-দের হাজিরা দিতে হয়েছে আদালতে। এখন রাজ্য নির্বাচন কমিশনারকেও হাইকোর্টে হাজিরা দিতে হচ্ছে।’’ 

২০২৩’র পঞ্চায়েত নির্বাচনে কেবল কেন্দ্রীয় বাহিনী নয়, প্রক্রিয়া পরিচালনা ঘিরে কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ হয়েছে বারবার। এমনকি প্রিসাইডিং অফিসারের সই ব্যালট পেপারে থাকার বাধ্যবাধকতা তুলে নেওয়ার নির্দেশিকা জারি করেছিল কমিশন। বামফ্রন্টের তরফে আইনের নির্দিষ্ট উল্লেখ করে কমিশনে পাঠানো হলে পিছিয়ে যায় কমিশন। কিন্তু হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও মনোনয়ন জমার ভিডিওগ্রাফি না করার অভিযোগ জানিয়েছে বামফ্রন্ট। তৃণমূলের বিপুল মনোনয়ন নিয়ম ভেঙে বিডিও অফিসে না গিয়েই হয়েছে। বিদেশে রয়েছেন এমন এক ব্যক্তির নামে মনোনয়ন জমা পড়ে। 

শুক্রবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি উদয় কুমারের বেঞ্চ রাজ্য নির্বাচন কমিশনারকে নির্দেশ পাঠিয়েছে। ২৪ নভেম্বর মামলার পরবর্তী শুনানি। রাজীব সিন্‌হাকে হাইকোর্টের এজলাসে জানাতে হবে কেন তিনি কেন্দ্রীয় বাহিনী চেয়ে পাঠানোর নির্দেশে মানেননি। 

বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ছাড়াও গত জুনে কংগ্রেস নেতা আবু হাসেম খান চৌধুরী গত জুনে এই মামলা দায়ের করেছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকও বাহিনী পাঠাতে গড়িমসি করে। পর্যাপ্ত বাহিনী না থাকার যুক্তি দিয়েছিল দিল্লিও। 

সেলিম বলেছেন, ‘‘বিজেপি এবং তৃণমূল, দু’দলই ক্ষমতায় টিকে থাকতে নির্বাচন কমিশনের মতো সব সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করছে।’’ তিনি বলেন, ‘‘বিজেপি’র রাজ্য সভাপতির পোস্টার রাজ্য দপ্তরের সামনে রাস্তায় ফেলে পায়ে  মাড়ানো হচ্ছে। জনতার দাবিতে সোচ্চার হতে হলে রাস্তায় নামতে হবে। বামপন্থীরা রাস্তায় রয়েছে।’’

এদিন বর্ধমান শহরে সিপিআই(এম)’র ডাকে যুদ্ধ বিরোধী মিছিলে অংশ নেন সেলিম।     

Comments :0

Login to leave a comment