Amit Shah

কলকাতায় সাংগঠনিক সফরে শাহ

রাজ্য

জোড়াসাঁকোর গুরুদ্বার থেকে সাংগঠনিক সফর শুরু করলেন অমিত শাহ। মঙ্গলবারই নিউটাউনে বসবেন সাংগঠনিক বৈঠকে। সঙ্গে রয়েছেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা।
লক্ষ্য লোকসভা নির্বাচন। তবে, সূত্রের খবর দলের প্রস্তুতি উদ্বেগে রেখেছে শাহ, এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও। লোকসভায় ৩৫ আসন জয়েয় লক্ষ্য মাত্রা বেঁধে দিলেও সংগঠনের অবস্থা যে ভালো না তা জানে নেতৃত্ব। 
বিশ্ব হিন্দু পরিষদকে ব্যবহার করেও গীতাপাঠে ব্রিগেড ভরাতে পারেনি বিজেপি।
শাহ এবং মোদী রাজ্যে এসে দফায় দফায় দুর্নীতির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার ঘোষণা করেছেন। কিছুই হয়নি। উলটে নিয়োগ দুরনীতি তদন্তে গাফিলতির জন্য কলকাতা হাইকোর্টে নিয়মিত বকা খাচ্ছে ইডি সিবিআই।
যে মামলায় জড়িত তৃণমূলের অভিষেক ব্যানার্জি। এসএসকেএম হাসপাতাল থেকে কালীঘাটের কাকুর কণ্ঠস্বর জোগার করতে পারেনি ইডি, এমনকি হাইকোর্টের নির্দেশের পরও। উলটে বরাবরের মতো তদন্তের মাঝে মোদীর সঙ্গে বৈঠক করে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রাজ্য বিজেপি বিপাকে।

Comments :0

Login to leave a comment