ভোট পরবর্তী অশান্তি অব্যাহত নাকাশিপাড়ায়। তৃণমূলের গুলি চালানোর ঘটনায় সজ্জাদ মন্ডল নামে (২৭) নামে এক সিপিআই(এম) কর্মী জখম হয়েছেন। পূবপাড়া এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে খবর ওই এলাকার ২৫২ নং বুথ পাটয়া ভাঙায় সোমবার পুনঃনির্বাচন। রবিবার সজ্জাদ ও তাঁর ভাই তরিকুল মন্ডল কাজ সেরে বাড়ি থেকে মোটর বাইকে করে তাদের পুরনো বাড়িতে ফিরছিলেন। পঞ্চায়েতে পুনর্নির্বাচনের প্রস্তুতি চলছিল এলাকায়। কাজ থেকে ফিরে প্রচারের কাজে বেরিয়েছিলেন সাজ্জাদ ও তাঁর ভাই তারিকুল মণ্ডল। সেই সময় কিছু বুঝে ওঠার আগেই তৃণমূলের হাসেম, আজগর, আশা আরো কয়জন মিলে পাশের বাড়ির দোতালার ছাদের থেকে এলো পাথাড়ি গুলি চালাতে থাকে তৃণমূলের দুষ্কৃতীরা। অভিযোগ মোটর বাইক থেকে নেমে পালানোর সময় সাজ্জাদের পায়ে গুলি চালিয়ে দেয়। সাজ্জাদের গুলি লাগে ডান পায়ের উরুতে। তরিকুলের মাথায় আঘাত লেগেছে। গুলিতে আহত অবস্থায় দুজনে হাসপাতালে যেতে পারেনি ভয়ে। তাদের লুকিয়ে থাকতে হয়েছে। স্থানীয়দের তৎপরতায় সন্ধ্যায় বেথুয়াড়ি গ্রামীণ হাসপাতালে তাদের নিয়ে আস হয়। গুলি চালানোর ঘটনায় গোটা এলাকা সন্ত্রস্ত হয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা পূর্ব পাড়া এলাকায়।
TMC Attack
নাকাশিপাড়ায় গুলিবিদ্ধ সিপিআই(এম) কর্মী
×
Comments :0