বাসন্তীতে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে খুন যুব তৃণমূল কর্মী জিয়ারুল মোল্লা। শনিবার রাতে খুনের ঘটনাটি ঘটে বাসন্তীর ফুলমালঞ্চ এলাকায়।
ঘটনার বিবরণে জানা গেছে, ক্যানিং থেকে বাড়ি ফিরছিলেন জিয়ারুল মোল্লা। রাত প্রায় ৯ টা নাগাদ সোপানের মোড়ের কাছে অন্ধকারে দুস্কৃতীরা গুলি করে। তাঁর মাথায় গুলি লাগে। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন তিনি। গুলির শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা রাস্তায় বেরিয়ে দেখেন মৃত অবস্থায় পড়ে রয়েছেন ওই যুবক। পরে তাঁকে শনাক্ত করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, এলাকার দখলদারিকে কেন্দ্র করে তৃণমূল ও যুব তৃণমূল কংগ্রেসের কর্মীদের মধ্যে বাসন্তী জুড়ে দীর্ঘ দিন ধরে সংঘর্ষ চলছে। এই খুনের ঘটনা তারই ফলশ্রুতি।
এদিন বাসন্তীর কাঠালবেড়িয়াতেও তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। এই সংঘর্ষে বেশ কয়েকজন জখম হয়েছে। এই এলাকায় পুলিশের টহলদারি চলছে। রাতে যুব তৃণমূল কর্মী খুনের ঘটনায় পুলিশের তরফে সাংবাদিকদের কিছু জানানো হয়নি।
Comments :0