Shooting Threat Wrestlers

এবার গুলির হুমকি, বজরঙ বললেন বুক পেতে দেব

জাতীয়

Shooting Threat Wrestlers ছবি টুইটার থেকে।

গুলি চালিয়ে হত্যার হুমকি দিয়ে পোস্ট করেছেন প্রাক্তন এক পুলিশ আধিকারিক। প্ররোচনামূলক এই পোস্টের পালটা কোনও ব্যবস্থা নেয়নি দিল্লি পুলিশ। সোমবার আন্দোলনরত পদকজয়ী কুস্তিগির বজরঙ পুনিয়া বলেছেন, ‘‘কোথায় কখন চলে যেতে হবে জানাবেন। চলে যাব। বুক পেতে দেব।’’ 

রবিবার নতুন সংসদভবন উদ্বোধনের দিনে কুস্তিগিরদের ওপর পুলিশ নির্যাতনে ক্ষোভ ছড়িয়েছে সারা দেশে। বিভিন্ন সংগঠন কেন্দ্রের বিজেপি সরকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আচরণের বিরুদ্ধে প্রতিবাদে শামিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের দিল্লি পুলিশ যদিও সংঘাতের পথ থেকে সরার বিন্দুমাত্র আগ্রহ দেখাচ্ছে না। 

বিজেপি সাংসদ এবং ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রধান ব্রিজভূষণ শরণ সিং-কে গ্রেপ্তার জরার দাবিতে এক মাসের বেশি সময় ধরে রাস্তায় বসে রয়েছেন আন্তর্জাতিক স্তরে পদক পাওয়া বজরঙ পুনিয়া, সাক্ষী মালিক, ভিনেশ ফোগটরা। 

প্রাক্তন পুলিশ আধিকারিক এনসি আস্থানা পোস্টে লেখেন, ‘‘দরকারে তোমাদের গুলি করা হবে। কিন্তু তোমার কথায় ঠিক হবে। আপাতত আমরা তোমাদের আবর্জনার বস্তার মতো তুলে ছুঁড়ে ফেলে দিয়েছি।’’ কেরালা পুলিশ, বিএসএফ এবং আধা সামিরক বাহিনীর শীর্ষস্তরে কাজ করা এই আধিকারিকের সংযোজন, ‘‘১২৯ ধারায় গুলি চালাতে পারে পুলিশ। প্রয়োজন পড়লে তোমাদের সেই ইচ্ছেও পূরণ করা হবে। তোমাদের শিক্ষিত হওয়া প্রয়োজন। পোস্টমর্টেম টেবিলে ফের দেখা হবে।’’ 

এমন মারাত্মক মন্তব্যের পরও পুলিশ কোনও ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ রয়েছে বিভিন্ন অংশে। তবে পুনিয়া আধিকারিকে পোস্ট তুলে দিয়ে লিখেছেন, ‘‘এই আইপিএস আধিকারিক গুলি মারার হুমকি দিচ্ছেন। আমরা সামনে দাঁড়িয়ে আছি। কোথায় যেতে হবে বল, চলে যাব। গুলি বুকে নিয়ে নেব। আমাদের কেবল সেটুকুই বাকি রয়েছে। তবে পিঠ দেখাবো না, কথা দিলাম।’’

দিল্লি পুলিশ রবিবারই এফআইআর’এ দাঙ্গা, বেআইনি জমায়েতের মতো অভিযোগ দায়ের করেছে পদকজয়ীদের বিরুদ্ধে। দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার টুই করে জানিয়েছেন যে যন্তর মন্তরে আর বসতে দেওয়া হবে না আন্দোলনরত কুস্তিগিরদের। তাঁরা আবেদন জানালে অন্য কোথাও ভাবা যেতে পারে।     

Comments :0

Login to leave a comment