রাতের অন্ধকারে দুষ্কৃতীরা মহেশতলার মল্লিক বাজারে সিপিআই(এম) দপ্তরের সামনে রক্ত পতাকা ছিঁড়ে ফেলে দিল। মঙ্গলবার নভেম্বর বিপ্লব দিবসে পার্টির রক্তপতাকা উত্তোলন করা হয়। সাজানো হয় চেন ফ্ল্যাগ দিয়ে। রক্ত পতাকাসহ সব কিছু ছিঁড়ে রাস্তায় ফেলে দেয় দুস্কৃতীরা। বুধবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পার্টি নেতা রতন বাগচী, রাজা মিত্র সহ স্থানীয় অন্যান্য নেতৃত্ব।
বুধবার সকালে ফের ওই জায়গায় আবার রক্ত পতাকা উত্তোলন করা হয়। উত্তোলন করেন সিপিআইএম নেতা রতন বাগচী। সাজানো হয় চেন ফ্ল্যাগ দিয়ে। দুস্কৃতীরা পতাকা ছিঁড়ে ফেলে দেওয়ার ঘটনায় হতবাক হয়েছেন স্থানীয় মানুষরা।
Comments :0