Septic Tank Death

সেপটিক ট্যাঙ্কে নেমে দুই ভাইয়ের মৃত্যু দিনহাটায়

রাজ্য

Septic Tank Death


সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে মৃত্যু হল দুই ভাইয়ের। সোমবার এ ঘটনা ঘটেছে দিনহাটা ১ নম্বর ব্লকের কৃষিমেলা সংলগ্ন এলাকায়। মৃত দুই ভাইয়ের নাম সাদিকুল হক এবং নবীর হক। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। ওই ঘটনা এলাকায় প্রচন্ড চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, এদিন বেলা ১১ টা নাগাদ দিনহাটা ১ নম্বর ব্লকের কৃষিমেলা সংলগ্ন এলাকার যুবক সাদিকুল হক নিজের বাড়ির পায়খানার সেপটিক ট্যাংক পরিষ্কার করার জন্য সেখানে নামে। নামার কিছুক্ষণের মধ্যেই সে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়। তার চিৎকারে তার বড় ভাই নবীর হক তাকে উদ্ধারের জন্য সেপটিক ট্যাংকে নামে। সেখানে দুজনেই বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়। খবর পেয়ে দমকল কর্মীরা অতি দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। দমকল কর্মীরা সেখান থেকে তাদের উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

Comments :0

Login to leave a comment