Kaliagaunge Rally

জাত-পাতের বিভাজন নয়, ন্যায়বিচার চাইল মৃত ছাত্রীর পরিবার

রাজ্য জেলা

Kaliagaunge Rally

ছাত্রীর মৃত্যুর সঠিক তদন্ত হোক। মৃত্যুঞ্জয় বর্মন হত্যায় দায়ী পুলিশের সাজা হোক। এই মর্মে দাবি তুলল কালিয়াগঞ্জ। ছাত্র, যুব, মহিলা, সামাজিক ন্যায় মঞ্চের ডাকে জনসভায় উচ্চারিত হলো বিচারের দাবি। রাজ্যের তৃণমূল সরকারের ভূমিকায় ধ্বনিত হলো ক্ষোভ। কেন্দ্রে আসীন বিজেপি’র বিভাজনে উসকানিতে জানানো হলো ধিক্কারও। 

এদিন মৃত ছাত্রীর বাড়িতে যান নেতৃবৃন্দ। পরিবারও জাত-পাতের বিভাজনের বদলে ন্যায় বিচার চেয়েছে। বিচারের জন্য লড়াইয়ে পাশে থাকার সাহস জুগিয়েছেন ছাত্র, যুব, মহিলা, সামাজিক ন্যায় মঞ্চের নেতৃবৃন্দ। 

জনসভা দাবি তুলেছে কালিয়াগঞ্জে মৃত ছাত্রীর পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে। রাধিকাপুর গ্রাম পঞ্চায়েতের চাঁদগা গ্রামের যুবক পুলিশের গুলিতে মৃত্যুঞ্জয় বর্মনের মৃত্যুরও সঠিক বিচার চাই। বৃহস্পতিবার  কালিয়াগঞ্জে সমাবেশে যোগ দিয়েছেন এলাকার সব অংশের জনতা। 

এদিন নিহত ছাত্রীর বাড়ির যান ডিওয়াইএফআই, এসএফআই, সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি, পশ্চিম বঙ্গ সামাজিক ন্যায় মঞ্চের রাজ্য নেতৃবৃন্দ। কথা বলেন পরিবারের সঙ্গে, কথা বলেন প্রতিবেশীদের সঙ্গেও। এর আগে জেলা নেতৃবৃন্দ কয়েক দফায় গিয়েছেন মৃত ছাত্রীর বাড়িতে। ছিলেন ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষি মুখার্জি, ধ্রুবজ্যোতি সাহা, মহিলা সমিতির নেত্রী কনীনিকা ঘোষ বোস, জাহানারা খান, আত্রেয়ী গুহ, পুলিনবিহারী বাস্কে, প্রতিকুর রহমান প্রমুখ। মিছিল শেষে কালিয়াগঞ্জের মহেন্দ্রগঞ্জ ময়দানে সমাবেশ।

 

এপ্রিলের শেষের দিকে কালিয়াগঞ্জে এই ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু হয়। পরিবার এবং প্রতিবেশীরা দলবদ্ধ ধর্ষণের অভিযোগ জানান। বিক্ষোভ দেখান। পরিস্থিতি সামাল দেওয়ার বদলে ছাত্রীর দেহ হিঁচড়ে টেনে নিয়ে যায় পুলিশ। দ্রুত অশান্ত হয়ে ওঠে কালিয়াগঞ্জ। অপরাধীদের শাস্তির বদলে বিভাজনের প্রচারে নেমে পড়ে বিজেপি। বামফ্রন্ট এই অভিযোগ জানিয়ে দোষী পুলিশের শাস্তির দাবি তোলে। বিভাজনের প্রতিবাদে নামে। এদিনও ছাত্রীর পরিজনও জানান যে জাত-পাত বিভাজন নয়, ন্যায় বিচার হোক।

Comments :0

Login to leave a comment