PUNJAB BY-POLLS

জলন্ধর লোকসভা উপনির্বাচনে এগিয়ে আপ

জাতীয়

Punjab loksabha by poll aap bjp congress bengali news

পাঞ্জাবের জলন্ধর লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে এগিয়ে রয়েছেন আপ প্রার্থী সুশীল কুমার রিঙ্কু। তিনি নিকটবর্তী কংগ্রেস প্রার্থী করমজিৎ কৌর  চৌধুরীর থেকে ৫৫ হাজার ১৪০ ভোটে এগিয়ে রয়েছে। এই ট্রেন্ড বজায় থাকলে কংগ্রেসের হাত থেকে এই আসন ছিনিয়ে নিতে চলেছে আম আদমি পার্টি।

কেন্দ্রীয় নির্বাচন কমিশন সূত্রে খবর, এখনো অবধি  আপ প্রার্থীর প্রাপ্ত ভোট ২ লক্ষ ৮৩ হাজার ৭৩২। কংগ্রেস প্রার্থী পেয়েছেন ২ লক্ষ ২৮ হাজার ৫৯২ ভোট। তৃতীয় স্থানে থাকা শিরোমনি আকালি দলের প্রার্থী সুখবিন্দর সুখী পেয়েছেন ১ লক্ষ ৪৪ হাজার ৫১৯ ভোট। চতুর্থ  স্থানে থাকা বিজেপি প্রার্থী ইন্দার ইকবাল সিং আটওয়াল পেয়েছেন ১ লক্ষ ৩১ হাজার ৭২২ ভোট।

২০১৯ সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন কংগ্রেস প্রার্থী সন্তক  সিং চৌধুরী।  নিকটবর্তী আকালি দলের প্রার্থী চরণজিৎ সিং আটওয়ালকে ১৯ হাজারের বেশি ভোটে পরাজিত করেন তিনি।  চলতি বছরের জানুয়ারিতে মারা যান কংগ্রেস সাংসদ। তারফলে  এই আসনে উপনির্বাচনের হচ্ছে।

Comments :0

Login to leave a comment