সারা ভারত কৃষকসভার কেন্দ্রীয় পদাধিকারীরা নির্বাচিত হয়েছেন ৩৫ তম সর্বভারতীয় সম্মেলন থেকে।
১৪৯ সদস্যের সর্বভারতীয় কিষান কাউন্সিল নির্বাচিত হয় সম্মেলন থেকে। কাউন্সিল নির্বাচিত করে ৭৭ সদস্যের কেন্দ্রীয় কিষান কমিটিকে। সম্মেলন থেকে সভাপতি নির্বাচিত হন অশোক ধাওলে। সাধারণ সম্পাদক পদে বিজু কৃষ্ণান, অর্থের দায়িত্বে পি কৃষ্ণপ্রসাদ নির্বাচিত হন।
৯ জন নির্বাচিত হয়েছেন সহ সভাপতি পদে। হান্নান মোল্লা, অমরা রাম, ইপি জয়রাজন, এসকে পৃজা, এন বিজয়কুমার, অমল হালদার, বিপ্লব মজুমদার, টি সম্মুগম, ইন্দরজিৎ সিং সহ সভাপতির দায়িত্ব পালন করবেন।
যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন ৯ জন। বাদল সরোজ, বলসন পানোলি, পবিত্র কর, মুকুট সিং, টি সাগর, ডি রবীন্দ্রন, অজিত নাওলে, অবধেশ কুমার এবং বিনোদ কুমার যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করবেন।
সারা ভারত কৃষকসভার ৩৫ তম সম্মেলনে কেন্দ্র করে ত্রিশূরের নামকরণ হয় কমরেড কে বরদারাজন নগর। অংশ নেন দেশের ৬৬৯ প্রতিনিধি।
Comments :0