আবাসিক শিক্ষা মিশন প্রতিষ্টানে খুদে শিশুদের নির্মম অত্যাচারের ভয়ে শিক্ষা প্রতিষ্ঠান থেকে পালিয়ে এলো ৩ শিশু। ৩ নির্যাতিত শিশুর পাশে দাঁড়াল বেড়াচাঁপার মিষ্টি ব্যবসায়ী জয়ন্ত বিশ্বাস। শিক্ষা প্রতিষ্ঠানের নির্মম অত্যাচার সহ্য করতে না পেরে সেখান থেকে পালিয়ে আসা ৩ খুদে পড়ুয়া শিশুকে উদ্ধার করে দেগঙ্গা থানার পুলিশ।
আবাসিক মিশন শিক্ষা প্রতিষ্ঠানে শারীরিক অত্যাচার সহ্য করতে না পেরে সেই প্রতিষ্ঠান থেকে পালিয়ে এল ৩ খুদে শিশু। নগদ টাকা কাছে না থাকায় নিজের কাছে থাকা বই ওজন দরে বিক্রি করেও মিলল না রেহাই।
মঙ্গলবার ৩ খুদে শিশু উদ্ধারকে ঘিরে দেগঙ্গার বেড়াচাঁপায় ছড়ায় চাঞ্চল্য। এক মিষ্টির দোকানদারের সহায়তায় উদ্ধার ওই তিন শিশু। পুলিশকে দেখে জল ভরা চোখে শিশুদের আর্তনাদ আমাদের ওই ওই মিশনে আর পাঠাবেন না। তাহলে আমাদের মেরে ফেলবে। আমাদের বাড়ি ফিরিয়ে দিন।
পুলিশ সুত্রে জানা গিয়েছে, ৩ শিশুরা হলো নদীয়া জেলার শান্তিপুর শৈশবতলায় বাড়ি রাহুল সাহা (১২), নদীয়ার কল্যানীর সঞ্জু মন্ডল (১১) ও উত্তর ২৪ পরগনার হাবড়ার ত্রিদিপ রায় চৌধুরী (১১)।
৩ শিশু জানিয়েছে, বসিরহাট ুলিশ জোর অধীন হাসি সেনগুপ্ত আবাসিক মিশনে এই তিন শিশুকে রেখে এসেছিল তাদের মা। তিন ছাত্রের বাবা নেই এমনটাই জানিয়েছে ওই উদ্ধার হওয়া শিশু। উদ্ধার হওয়া তিন শিশু তারা তাদের নিজের বাড়ি ফিরে যাক চেয়েছেন মিষ্টির দোকানদার।
Comments :0