অ্যামাজনের ২৭,০০০ কর্মীকে ছাঁটাই করার সিদ্ধান্তটি ছিল অত্যন্ত কঠিন, তবে এই সিদ্ধান্ত ভবিষ্যতে কোম্পানিকে দীর্ঘমেয়াদি উপকার দেবে বলে মনে করেন সংস্থার অ্যামাজনের সিইও অ্যান্ডি জ্যাসি।
সংস্থার কর্মী এবং শেয়ার হোল্ডারদের প্রতি যেই বার্তা জ্যাসি দিয়েছেন সেখানে এই কথা উল্লেখ করা হয়েছে।
অ্যামাজনের বিভিন্ন বিপনি এবং শাখার বন্ধ হয়ে যাওয়ার কথাও নিজের বার্তায় তিনি উল্লেখ করেছেন।
তিনি লিখেছেন, ‘‘আমরা আমাদের সংস্থানগুলি কোথায় ব্যয় করব তা পুনর্নির্ধারণ করেছি, যার জন্য শেষ পর্যন্ত ২৭ হাজার কর্মী ছাঁটাইয়ের কঠিন সিদ্ধান্তের দিকে হাঁটতে হয়েছে। আমাদের সামগ্রিক খরচগুলিকে প্রবাহিত করার জন্য আমরা গত কয়েক মাসে আরও অনেক পরিবর্তন করেছি।
তবে কর্মী ছাঁটাইয়ের কথা মেনে নিলেও ভবিষ্যতে অ্যামাজন কর্মী নিয়োগ করবে বলে আশ্বাস দিয়েছেন সংস্থার সিইও।
জ্যাসি দাবি করেছেন যে গত কয়েক দশক ধরে, কোম্পানি বিভিন্ন অ্যাপ্লিকেশনে মেশিন লার্নিং প্রয়োগ করেছে।
Comments :0