Arabul Islam GP lost

নিজের গ্রামে হার আরাবুলের

জেলা

সন্ত্রাস করেই ভাঙড়-২ নিজেদের দখলে রাখলেও নিজের গ্রামেই হারল তৃণমূল নেতা আরাবুল। পঞ্চায়ত নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে ভাঙড় জুড়ে তুমুল সন্ত্রাস চালায় আরাবুল বাহিনী। তবে নিজের গ্রামেই হেরে প্রশ্নের মুখে আরাবুল ইসলাম। পোলেরহাট ২ গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা তিনি। সেখানে তৃণমূল মাত্র ১টি আসনে জয়ী হয়েছে। বাকি আসন আইএসএফ ও জমি কমিটির দখলে গেছে ১১টি আসন। ভাঙড়-২’র চালতাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতও আইএসএফ’র দখলে। গ্রামসভার ২৪টি আসনের মধ্যে ১৮টি আইএসএফ’র।


ভোটের ফলাফল প্রকাশিত হতেই নতুন করে উত্তপ্ত ভাঙড়। দফায় দফায় বোমাবাজির ঘটনা ঘটছে। পুলিশের সামনেই বোমাবাজির ঘটনা ঘটে চলেছে বলে অভিযোগ। ভাঙড়ে বেশ কয়েকটি জায়গায় উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্য করে কেন্দ্রীয় বাহিনী।

Comments :0

Login to leave a comment