INDIA VS BANGLADESH

লড়াকু ইনিংস শাকিবের, ভারতের টার্গেট ২৬৬

খেলা

ASIA CUP INDIA BANGLADESH INDIAN CRICKET SPORTS BENGALI NEWS

ভারতের সামনে ২৬৬ রানের টার্গেট রাখল বাংলাদেশ। শুক্রবার শ্রীলঙ্কার আর প্রেমাদাসা স্টেডিয়ামে এশিয়া কাপের টপ ফোর-এর ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত এবং বাংলাদেশ। ৫০ ওভার শেষে বাংলাদেশের স্কোর ২৬৫/৮। 

এদিন বাংলাদেশের ‘টপ অর্ডার’ ব্যর্থ হলেও শাকিব আল হাসান অধিনায়কের ইনিংস খেলেন। তাঁকে সঙ্গত দেয় লোয়ার এবং মিডিল অর্ডারের ব্যাটাররা।  শাকিবের ৮০ রানের ইনিংস বাংলাদেশকে আড়াইশোর গন্ডী টপকাতে সাহায্য করে। এছাড়া ৫৪ এবং ৪৪ রানের ইনিংস খেলেন তৌহিদ হৃদয় এবং নাসুম আহমেদ। মাহেদী হাসান ২৯ রানের ইনিংস খেলেন। 

এদিন ভারতের হয়ে ৩টি উইকেট নেন শার্দূল ঠাকুর। মহম্মদ সামি নিয়েছেন ২টি উইকেট। প্রশিধ কৃষ্ণা, অক্ষর প্যাটেল এবং রবীন্দ্র জাডেজা ১টি করে উইকেট নেন। 

Comments :0

Login to leave a comment